রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ২৩:৫১
রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগর প্রেসক্লাব কর্তৃক স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেছেন, ‘আজ স্বাধীনতার ৫৩ বছরে পা রেখেও আমরা পুরোপুরি স্বাধীন না। বিশেষ করে আমরা সাংবাদিকরা পরাধীন অবস্থায় আছি। তাই স্বাধীনতার এই দিনে আমাদের দাবি- আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই।’


রবিবার (২৬ মার্চ) দুপুরে নগরীর সোনাদিঘী মোড়ে রাজশাহী মহানগর প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।


বক্তরা বলেন, এদেশের সূর্য সন্তানেরা দেশ স্বাধীন করেছিল স্বাধীনভাবে বাঁচার জন্য, নিজেদের স্বাধীন মত প্রকাশের জন্য ও সর্বোপরি পাক-হানাদার বাহিনীদের দাসত্ব থেকে মুক্ত হয়ে লাল-সবুজের উন্নত বাংলাদেশ গড়ার জন্য। মুক্তিকামীরা এমন একটি দেশ পাওয়ার জন্য যুদ্ধ করেছিল যেখানে মানুষের মতপ্রকাশের অবাধ স্বাধীনতা থাকবে। প্রত্যেকে তার মতামত স্বাধীনভাবে ব্যক্ত করতে পারবে। কিন্তু মানুষের মতপ্রকাশের অধিকার আজ নানাভাবে সীমিত করা হয়েছে। কিছু মানুষ সব ক্ষেত্রে সীমাহীন স্বাধীনতা ভোগ করলেও এর বিপরীতে বেশির ভাগ মানুষের গণতন্ত্র চর্চার পথ প্রায় পুরোপুরি রুদ্ধ।  


বক্তরা আরো বলেন, সব ধরণের বৈষম্য দূর করে সরকারকে মানুষের ন্যায্য গণতান্ত্রিক ও আর্থ-সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে। পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। এজন্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় পেশাজীবীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবব্ধ হতে হবে।  


আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহা. আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন রাজশাহী মহানগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন ও তৌফিক ইমাম পান্না, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, দফতর সম্পাদক ইফতেখার আলম বিশাল, লেখক সাগর শেখ জীবন, দৈনিক রাজশাহীর আলোর সাব-এডিটর মশিউর রহমান মনিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।###


বিবার্তা/মোস্তাফিজুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com