
সাতক্ষীরা জেলার শ্যামনগরে একটি মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার রমজান নগর এলাকার মজিদ গাজীর ঘের থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত যুবক বিল্লাল হোসেন একই এলাকার মৃত আব্দুস সাত্তারের পুত্র।
ভোরে ঘেরের কর্মচারী মাছুম মন্ডল ঘেরের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে থানা পুলিশের পরিদর্শক সেলিম রেজা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্ত্রী আকলিমা খাতুন জানান, তার স্বামী বিল্লাল হোসেন বৃহস্পতিবার রাতে খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সকালে লোক মুখে শুনতে পান তার স্বামীর লাশ মজিদ গাজীর ঘেরে পড়ে আছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে মর্মে দাবি সুষ্ঠ তদন্তের দাবি জানান।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যা কি না সেটি তদন্ত ছাড়া বলা যাবে না। তবে পরিবারের দাবি হত্যা। পুলিশ তদন্ত শুরু করেছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিবার্তা/সেলিম/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]