
কক্সবাজারের রামুতে ইয়াবা পাচারকালে এক যুবককে আটক করা করেছে র্যাব।
২৪ মার্চ (শুক্রবার) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো.শামসুল আলম খান।
পুলিশ সুপার জানান, এর আগে ২৩ মার্চ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামু ডেঙ্গারঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় তার শরীর তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
আটক যুবক মীর কাশেম (৪৫) নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ৩নং ওয়ার্ডের মৃত ইসহাকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞেসা বাদে জানা যায় , সে দীর্ঘ দিন ধরে মোটরসাইকেল যোগে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। মর্মে আসামী স্বীকার করেন। আটক আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বিবার্তা/তাফহীমুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]