
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১০০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে।
২৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে উপজেলার যদু ফকিরপাড়া এলাকার সরকারি ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বার পাড়ার মৃত ইদ্রিস সরদারের ছেলে মো. বাচ্চু সরদার (৪০) ও রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মহসিন খানের ছেলে মো. আক্তার হোসেন (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, যদু ফকিরপাড়া এলাকার সরকারি ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে একটি ব্যাটারিচালিত রিকশায় করে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ নিয়ে যাচ্ছিলেন বাচ্চু ও আক্তার। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে চোলাই মদ ও রিকশাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের দাম ৭০ হাজার টাকা। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিাবার্তা/মিঠুন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]