
রাজধানীর গুলিস্তান জিপিওর সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল জব্বার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(২৩ মার্চ) সন্ধা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনটি ঘটে। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে রাত সোয়া সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) খন্দকার দেলোয়ার হোসেন বিবার্তাকে জানান, আমি টহল ডিউটিতে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পাঠানো হয়।
তিনি আরও বলেন, আমরা এলাকার লোকজনদের মাধ্যমে জানতে পারি। নিহত ব্যক্তি জিপিওর। রাস্তা পারাপারের সময় ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে মারা জান তিনি। নিহতের পকেটে থাকা মুঠোফোনে তার পরিচয় জানতে পেরেছি। তার আত্মীয় স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের বুনিয়া গ্রামে।
বিবার্তা/বুল্বুল/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]