
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে চালিয়ে সাত রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
২৩ মার্চ, বৃহস্পতিবার র্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, ১৩ নম্বর ক্যাম্পের ফরিদুল হক, দিল মোহাম্মদ প্রকাশ ফয়েজ, আউয়াল প্রকাশ ওয়াহেদ, মো. ইউনুছ এবং ১৯ ক্যাম্পের নাজমুল হাসান, এহেছান উল্লাহ, মো. রিয়াজ।
পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, ২২ মার্চ বুধবার রাতে ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালায় র্যাব এবং উখিয়া থানা পুলিশ। অভিযানের সময় সাত রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/তাফহীমুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]