
বগুড়ার শাজাহানপুরে মো. রাজু মন্ডল (২৫ ) নামে একজন অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নিশ্চিন্তপুরে ঢাকা-বগুড়া ২য় বাইপাস মহাসড়ক থেকে এই লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাজু মন্ডল নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল হোসেন মন্ডলের পুত্র। তার মরদেহ ময়নাতদন্ত করার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহতের পরিবার জানান, রমজান উপলক্ষে সংসারের বাজার করা উদ্দেশ্যে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রাজু। কিন্তু রাত পাড় হয়ে গেলও আর বাড়ি ফেরনি রাজু। পরদিন আজ বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পাশে তার ক্ষতবিক্ষত মরদের উদ্ধার করা হয়। এসময় রাজুর অটোরিকশা পাওয়া যায়নি। তার শরীরের বুক ও পিঠে বেশ কয়কটি ক্ষত চিহ্ন রয়েছে।
বিবার্তা/রাহেনু্/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]