শিরোনাম
দুর্গাপুরে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৬:৪৯
দুর্গাপুরে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা
দুর্গাপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর দুর্গাপুরে বিভিন্ন এনজিও ঋণের চাপে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহনন করেছেন  রেন্টু পাইক (৫২) নামের এক কৃষক। 


২৩ মার্চ, বৃহস্পতিবার  ভোরে উপজেলার নওপাড়া ইউপির শ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬/৭ টি এনজিও এবং  স্থানীয় সুদ কারবারিদের  চাপে ও ঋণ নিয়ে স্ত্রীও পুত্রের সাথে বিরোধের জেরে মানসিক চাপে  পড়েছিলেন তিনি।  


ঘটনার দিন ভোর, সাড়ে পাঁচটার সময় ভিকটিম রেন্টু পাইক ঘুম থেকে উঠে তার ছোট ছেলে সম্রাট (২২) কে সাথে নিয়ে নিজ গোয়ালে গরু দেখে এসে ঘরে প্রবেশ করে এবং তার ছোট ছেলে কৃষি কাজের জন্য বাড়ির বাইরে চলে যায়। তার  দুই ছেলে কৃষি কাজে চলে গেলে এই সুযোগে ঘরের দরজা বন্ধ করে নিজ শয়ন ঘরের অসম্পূর্ণ বাথরুমে বিম এর ফাঁকা জায়গায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। 


এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক জানান, পরিবারের সম্মতিক্রমে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। থানা একটি অপমৃত্যু (ইউডি)  মামলা রেকর্ড করা হয়েছে।


বিবার্তা/কিবরিয়া/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com