
নওগাঁর আত্রাইয়ে ৮৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ গুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পবিত্র কুমার,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনার রশিদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৮৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়।
বিবার্তা/সাহাজুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]