
নাটোরে সদর উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২২ মার্চ (বুধবার) সদর থানার ওসি নাছিম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২১ মার্চ (মঙ্গলবার) রাত ১টায় নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার হয়বতপুর এলাকার মসলুর উদ্দিনের ছেলে ফরহাদ খন্দকার (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফরহাদ মঙ্গলবার সকালে কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। পরে রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজখবর করেন স্বজনরা। একপর্যায়ে ফরহাদের স্ত্রী লুৎফুন্নাহার বাড়ির পাশের স্কুলের শহীদ মিনারের পাশে ফরহাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে বুধবার ভোরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি নাছিম আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ফরহাদকে গুলি করে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিগত কয়েকমাস আগে ফরহাদ প্রতিবেশীর বউ নিয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]