কবিরহাটে রমজানে স্বাস্থ্যসম্মত খাবার ও দ্রব্যমূল্য স্থিতিশীল করতে মতবিনিময় সভা
প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ২৩:০৫
কবিরহাটে রমজানে স্বাস্থ্যসম্মত খাবার ও দ্রব্যমূল্য স্থিতিশীল করতে মতবিনিময় সভা
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর কবিরহাটে রমজান উপলক্ষে স্বাস্থ্যসম্মত খাবার ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 


মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১ টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরসভার মেয়র-উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন আহাম্মদ, কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন, চাপরাশিরহাট বাজার কমিটির সভাপতি মোশারফ হোসেন বিপ্লব, আবদুল্লাহ মিয়ারহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক রায়হান, ভূঁইয়ারহাটের আলা উদ্দিন, আমিন বাজারের কামাল উদ্দিন বাবুল, মোঃ সুজন, সাংবাদিক, নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন বাজার কমিটির সভাপতি-সম্পাদক ও সকল ইউনিয়নের জনপ্রতিনিধি বৃন্দ।


এসময় বক্তারা বলেন, বছরে রমজান আসে এক মাসের জন্য, এই পবিত্র মাসে যেনো কোন অসাধু ব্যবসায়ী দিনের বেলায় খাবারের দোকান বা হোটেল খোলা না থাকে, সব বিষয়ে বাজার কমিটি প্রশাসনকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। 


নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, ইফতারিতে কোন প্রকার ভেজাল মিশানো হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, খেজুর, মুড়ি, বেগুন, চোলা, মাছ মাংস সহ রমজান উপলক্ষে যেই সমস্ত দ্রব্য ব্যবহার করা হয় এই গুলোর কোন দাম বাড়ানো যাবেনা। বিভিন্ন বাজারে মদ, জুয়া, ইয়াবা, গাঁজা ও মাদক ব্যবসা বা খাওয়া সকলকে সতর্ক করে জানান, এমন অভিযোগ আসলে সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


বিবার্তা/ বাবর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com