
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৭২৫ গ্রাম হেরোইনসহ ওয়াসিকুল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
ওয়াসিকুল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ডোটা পাড়া গ্রামের মোঃ মোস্তফার ছেলে। বর্তমানে গোদাগাড়ী থানার মেডিকের মোড় এলাকায় বসবাস করেন তিনি।
শনিবার দিনগত রাত ২টার দিকে গোদাগাড়ী পৌরসভার মেডিকেল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৭২৫ গ্রাম হেরোইন জব্দ করে র্যাবের অভিযানিক দল।
রবিবার ১৯ মার্চ দুপুরে র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াসিকুলের বসত বাড়িতে অভিযান চালায় র্যাব-৫ সদর কোম্পানির আভিযানিক দল।
এসময় তার বাড়ির মুরগি খোপে তল্লাশি চালিয়ে ৭২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মুল্য ৭২,৫০,০০০ টাকা।
গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]