
সাভারে সম্রাট হত্যা মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ইমরান হোসেন (২০),শাহেদ ওরফে তাহুদ (১৯) ও শান্তা মোল্ল্যা (২০)।
১৯ মার্চ রবিবার ভোর রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেফতার করে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ।
পুলিশ জানায়. ১৭ মার্চ সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভড়ারীর বটতলা এলাকায় মাদক সেবন করাকে কেন্দ্র করে সম্রাটকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃওরা। পরে লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের মামা আবুল হোসেন সাভার মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেফতার করে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ।
পরে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আসামীদের আদালতে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করছে পুলিশ।
নিহত যুবক ফরিদপুর জেলার লিটন দেওয়ানের ছেলে।
অপরদিকে, সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় বিভিন্ন অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]