দিনাজপুর চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান হলেন হারুন উর রশিদ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৫:৪২
দিনাজপুর চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান হলেন হারুন উর রশিদ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (জেলা ব্যবসায়ী মালিক সমিতির) দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫) ২৪ মাস মেয়াদী পরিচালনা পরিষদে চতুর্থ বারের মতো গ্রুপ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
১৯ মার্চ, (রবিবার) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।


তিনি জানান, দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২৪ মাস মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন গতকাল ১৮ মার্চ জেলা শহরের মালদহপট্রিস্থ চেম্বারের নিজস্ব ভবনে উৎসব মুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরে ৮টি ব্যবসায়ী গ্রুপ হিলি স্থলবন্দরে দুটি ব্যবসায়ী গ্রুপ ( আমদানি রফতানি কারক গ্রুপ, চাউল কল মালিক গ্রুপ, ইট ভাটা মালিক গ্রুপ, ইন্ডাস্ট্রি) গ্রুপসহ মোট দশটি গ্রুপের মধ্যে কমিটির পরিচালক পদে আর কেউ মনোনয়ন পত্র না দেওয়ায় চতুর্থ বারের মতো গ্রুপ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি। এছাড়াও ২০২২ সালে তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ করদাতা সম্মাননা ক্রেষ্ট পান হারুন উর রশিদ হারুন।
দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র তথ্য মতে, এবারের নির্বাচনে ২১টি পদের বিপরিতে ৩ জন স্বতন্ত্র ও একজন সহযোগি পরিচালক, একজন গ্রুপ পরিচালক ও একজন টাউন এসোসিয়েট পরিচালক প্রার্থীসহ দু’টি প্যানেলের মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচনে সর্বমোট ২ হাজার ৩৫২ জন ব্যবসায়ীর মধ্যে ২১২৮ জন ভোটার ভোট প্রদান করবেন এবং বাতিল ভোটের সংখ্যা ৯২।


বিবার্তা/গোলাম রাব্বানী/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com