
কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। তার নাম হাফেজ মাহবুব (২৭)।
১৮ মার্চ, শনিবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত মাহবুব ক্যাম্প-১৯ এর ডি/৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে। তিনি হাফেজ পড়ুয়া ছাত্র ও আইনশৃঙ্খলাবাহিনীকে সহায়তা করতেন বলে জানা গেছে।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প ১২ এর জি/৭ ব্লকের সামনে সন্ত্রাসীরা হাফেজ মাহবুবকে গুলি চালায়। এতে দুই রাউন্ড গুলিবিদ্ধ হয় সে । তাকে উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতাল ও পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, পুলিশ ও এপিবিএনের নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/তাফহীমুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]