
সিলেটের ফেঞ্চুগঞ্জে নিজ গাড়ির চাকার বিস্ফোরণে কাওসার (২০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। নিহত কাওসার জৈন্তাপুর থানার ধলাইপাড়া গ্রামের মাহমুদ হোসেনের ছেলে। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালি বোঝাই ফেঞ্চুগঞ্জগামী ট্রাকটির চাকা পাংচার হয়ে যাওয়ায় চালক ও সহকারী চাকা সারানোর চেষ্টা করেন। তখন দুইটা চাকার একটি আচমকা ফেটে উড়ে যায়। চাকার আঘাতে চালক ও সহকারী ছিটকে গিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেল্পারের মৃত্যু হয়।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম জানান, এ ঘটনায় চালকের সহকারী কাওসার (২০) হাসপাতালে নেওয়া পথে মারা যান এবং চালক দুলাল মিয়া (২৫) আহত হন।
বিবার্তা/নুরুল/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]