
কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদী টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম সালমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সালমা জান্নাত (৯) ওই এলাকার শাহাব উদ্দিনের মেয়ে। সে সাবেক গুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
নিহতের পিতা শাহাব উদ্দিন জানায়, দুপুরে বাড়ির পাশে একটি খালে মাটি কাটছিলেন তিনি। কোন এক সময় সালমা খালে পড়ে যায়। সালমাকে পানিতে ভাসতে দেখে তার বাবা ও এলাকার কয়েকজন উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/তফহীমুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]