
পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ১৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় অবৈধ ইটভাটা ও ইট পোঁড়ানোর অনুমতিবিহীন ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স এম বি কোং, বগডহর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১,০০,০০০/- টাকা, মেসার্স জনতা ব্রিকস কোং, বগডহর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১,০০,০০০/- টাকা, মেসার্স তিতাস ব্রিকস, নান্দুরা, খরিয়ালা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ২,০০,০০০/- টাকা, সর্বমোট-৪,০০,০০০ লক্ষ টাকা ধার্য্যপূর্বক আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন, রিংকু বিকাশ চাকমা। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জুবায়ের হোসেন ও অন্যান্য কর্মচারী ও পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিদর্শক জুবায়ের হোসেন বলেন, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় এরূপ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]