
কক্সবাজারের উখিয়ায় র্যাবের যৌথ অভিযানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ‘আরসা’র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।
বুধবার (১৫ মার্চ) রাতে উখিয়ার ১৮-নম্বর ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন,১৮-নম্বর ক্যাম্পের জিয়াউর রহমান ও একই ক্যাম্পের মো. শাকের।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প ১৮-নম্বরে অভিযান চালিয়ে আরসা'র দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। আটকের পর তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়
বিবার্তা/তাফহীমুল/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]