
কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প-৯ থেকে মাহবুবুর রহমান (৩২) নামের এক রোহিঙ্গা যুবকের মুখ, হাত-পা বেঁধে জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উখিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে । সে ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা আবু শামার ছেলে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাহবুবুর রহমান নামের রোহিঙ্গাকে জবাই করে। খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। বালুখালী ক্যাম্প ৮ এর বাসিন্দা মাহবুব গতকাল ক্যাম্প-৫ এ তার শ্বশুর বাড়ি থেকে অপহৃত হয়। নিখোঁজ থাকার ২৪ ঘন্টা পর আজকে ক্যাম্প-৯ এ তার মরদেহ মিলেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪ জন খুন হল রোহিঙ্গা ক্যাম্পে।
বিবার্তা/তাফহীমুল/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]