
কক্সবাজারে আব্দুল কাদের হত্যা মামলায় একই পরিবারের তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৯০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভারপ্রাপ্ত) নিশাত সুলতানা ১৬ মার্চ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০০৩ সালে মহেশখালী উপজেলার হোয়ানক রাজুয়ার ঘোনা এলাকার মৃত নুর কাদের ও তার ছেলেরা মিলে ছোট ভাই আব্দুল কাদেরকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় আব্দুল কাদের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মৃত নুরুল কাদেরের তিন ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে মৃত্যুবরণ করায় নুরুল কাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।
বিবার্তা/তাফহীমুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]