
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গ্রীন লাইন পরিবহণের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
১৫ মার্চ, বুধবার সকাল ১০ টার দিকে চকরিয়া বরইতলী আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী।
নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার এলাকার আবু মুছার ছেলে মো. ইসমাইল সিদ্দিকী (৩৫) ও বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের আলমনগর এলাকার বশির আলমের ছেলে মো. আরমান ওরফে শাকিল (২৪)।
চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার বরইতলী আমতলী এলাকা মহাসড়কে কক্সবাজারগামী গ্রীনলাইন পরিবহণের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/তাফহীমুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]