সীতাকুণ্ড বিস্ফোরণ: অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১৫:১১
সীতাকুণ্ড বিস্ফোরণ: অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণে কর্তৃপক্ষের অনিয়ম পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এছাড়াও দুর্ঘটনা এড়াতে ৯ সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি।
১৩ মার্চ সোমবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।


তিনি জানান, তদন্তে সঠিক তথ্য ও কারণগুলো তুলে ধরার চেষ্টা করেছি। দুর্ঘটনা এড়াতে ৯টি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে একাধিকবার সরেজমিন তদন্ত করেছি। বিভিন্ন তথ্য-উপাত্তও সংগ্রহ করছি। তবে তদন্তে প্রাথমিকভাবে কারখানায় কিছুটা অনিয়ম আগেই পাওয়া পাওয়া গিয়েছিল।


গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাতজন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। ঘটনার দিনই আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। পরে ঘটনাস্থল পরিদর্শন যান জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।


বিবার্তা/জাহেদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com