
কক্সবাজারের টেকনাফে মাদক মামলার ৮ বছর আত্মগোপনে থাকা মো. ইসমাইল (৪৫) নামে এক পলাতক আসামি কে গ্রেফতার করেছে র্যাব। ১৩ মার্চ, সোমবার রাত ১টায় নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম ) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার নয়াপাড়া সাবরাং এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ৮ বছর পলাতক থাকা মাদক মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটক যুবক মো.ইসমাইল ওই এলাকার কবির আহমদের ছেলে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/তাফহীমুল/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]