নির্বাচনের কারচুপি '৭৩ সালে শুরু হয়েছিল: বুলু
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৯:০৮
নির্বাচনের কারচুপি '৭৩ সালে শুরু হয়েছিল: বুলু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এই সরকার গণতান্ত্রিক সরকার নয়। ২০১৮ সালের ৩০ অক্টোবর রাতের আঁধারে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী যুবলীগের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে ক্ষমতায় এসেছিল।


১১ মার্চ শনিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে খালেদা জিয়ার মুক্তিসহ ১০দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।


বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ৫০ বছরেও ঘটে নাই। আরেকটি ঘটনা ঘটেছিল ১৯৭৩ সালের নির্বাচনে। শেখ মুজিবুর রহমান তখন ক্ষমতায়, কুমিল্লার দাউদকান্দিতে ইঞ্জিনিয়ার রশিদ সাহেব বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবং খন্দকার মোশতাক বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। সেদিন হেলিকপ্টারে ব্যালট বাক্স ঢাকায় এনে মোশতাককে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যিনি পরবর্তীতে শেখ মুজিবের লাশ সিড়িতে ফেলে রেখে রাষ্ট্রপতি হয়েছিলেন। এই নির্বাচনের কারচুপি ১৯৭৩ সাল থেকে শুরু হয়েছিল।


ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com