হিলিতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ১৫:১২
হিলিতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে।


১০ মার্চ, শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস এর ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ অফিসার মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, উপজেলা স্কাউটস এর কমিশনার আনোয়ার হোসেন টুকু, স্কাউটস এর কাব লিডার মুহিদুল ইসলাম, ক্রীড়া শিক্ষক তারেক রহমানসহ আরও অনেকে।


আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমিকম্প ও অগ্নি নির্বাপক নিয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।


বিবার্তা/গোলাম/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com