'মৃত্যুর এতদিন পরও লালন দেশ ও জাতির জন্য প্রাসঙ্গিক'
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০১:১১
'মৃত্যুর এতদিন পরও লালন দেশ ও জাতির জন্য প্রাসঙ্গিক'
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিনের আলোচনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মৃত্যুর এতদিন পরও লালন সাঁই দেশ ও জাতির জন্য আজও প্রাসঙ্গিক।


রবিবার, ৫ মার্চ রাত ৯টায় কুষ্টিয়া ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ্র স্মরণোৎসব অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।


এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও পশ্চিম বাংলার মুর্শিদাবাদের কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন অধ্যাপক ড. শক্তিনাথ ঝা এবং লালন একাডেমির সাবেক সহ-সভাপতি আবদুর রশীদ চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় লালন ভক্ত ও অনুসারীরা উপস্থিত ছিলেন।


প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, হিন্দু-মুসলিম যখন দ্বন্দ্বে নিমজ্জিত হচ্ছিল, তখন লালনের বাণী পথ ও পাথেয় হিসেবে কাজ করেছে। 


পরে ভারত থেকে আগত ড. শক্তিনাথ ঝা লালন শাহের লিখা একটি গানের খাতা লালন একাডেমির কাছে হাস্তান্তর করেন।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com