সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ২০:২৮
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন।


শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।


ডিসি বলেন, আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com