
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুষ্প রাণী সরকার (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
২০ মে, সোমবার সকাল ৮টার দিকে মাগুরা সদর উপজেলার রূপাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পুষ্প রাণী রূপাটি গ্রামের মৃত মিহির কুমার সরকারের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, পুষ্প রাণী ঘুম থেকে ওঠে রান্না শেষে ঘরের মধ্যে বিছানায় বসে সকালের খাবার খাচ্ছিলেন। এমন সময় টিনের বেড়ার সাথে পিট টেস দিলে তিনি বিদ্যুতায়িত হন। পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]