
নীলফামারীর ডিমলায় নবম ছাত্রীর ধর্ষণের রেশ কাটতে না কাটতেই ৬ দিনের ব্যবধানে তৃতীয় শ্রেণির কন্যা শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
মাত্র ৬ দিন আগে গত ১১ মে উপজেলা সদরের ডিমলা থানার দুইশ গজ সামনের শিব মন্দির পাড়ার একটি বাড়িতে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। মামলার অন্য দুই আসামিকে ঘটনার দিন গ্রেফতার করেন থানা পুলিশ।
পরে মামলার মূল পলাতক আসামি শিব মন্দির পাড়ার শ্রী কৈলাশ দাস মঙ্গলুর ছেলে প্রমিত দাস (১৭) নীলফামারী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালতের বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে যশোর জেলার সংশোধনাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে গত শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী (মাষ্টারপাড়া) গ্রামের ৩য় শ্রেণির কন্যা শিশুকে একই এলাকার মমিনুর রহমান (২৮) বাড়িতে একা থাকার সুযোগে তার শয়ন ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে জানান শিশুটির পরিবার।
এক সন্তানের জনক মমিনুর রহমানের বাবার নাম আতোয়ার রহমান।
ঘটনার পর পরেই ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় ডিমলা হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ডিমলা থানায় গত রবিবার একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, শিশুটির পিতা বাদী হয়ে মমিনুর রহমানকে আসামি করে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/সুজন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]