
সাতক্ষীরা জেলার শ্যামনগরে উঁচু গাছ থেকে পড়ে এক কাঠ ব্যবসায়ী'র মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গোপালপুর গ্রামে গাছ কাটার সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় কাঠ ব্যবসায়ী জামির গাজী ওরফে ধোনা গাজী (৫০)। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান পরিক্ষা শেষে মৃত ঘোষনা করেন।
মারা যাওয়া কাঠ ব্যবসায়ী উপজেলা মাহমুদ গ্রামে মৃত জহির উদ্দীন গাজীর পুত্র। তিনি বিভিন্ন এলাকায় গাছ কিনে তা নিজে কেটে স্থানীয় বাজারে ও স’মিলে বিক্রয় করতেন। তার পিতাও একইভাবে গাছ থেকে পড়ে মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পারিবারিক ভাবে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/সেলিম/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]