টেকনাফে মুক্তিপণ দিয়ে অপহৃত দুই শিশু উদ্ধার
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ১৩:৫৬
টেকনাফে মুক্তিপণ দিয়ে অপহৃত দুই শিশু উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টেকনাফে মুক্তিপণ দিয়ে অপহৃত দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া টেকনাফ এলজিডি সড়ক থেকে ৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় দুই শিশু-কিশোর অপহৃত হয়। অপহৃতদের তাদের নিজ বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়।


অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবি করে। পরে মধ্যরাতে ৭০ হাজার টাকা দিয়ে তাদের উদ্ধার করা হয়েছে।


জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন জানান, অপহৃত দুই শিশু-কিশোর তার আপন ভাইপো। তাদের মধ্যে সালমান (৫) নামের শিশুর বাবা হোসেন আলী একজন প্রবাসী। অপহরণকারীরা প্রবাসীর সন্তানকেই বেশি টার্গেট করছে। অপরজন ওবাইদুল্লাহ (১৬), তার বাবার নাম মোহাম্মদ আলী।


প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরো জানান, পরিবারের পক্ষ থেকে তিনি বিষয়টি জেলা পুলিশকে অবহিত করেছেন। অপহরণকারীদের ৭০ হাজার টাকা বিনিময়ে প্রথমে শিশু সালমানকে অপহরণকারীরা ফিরিয়ে দেয়। এরপর ওবাইদুলকে নিয়ে পাহাড়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা অপহরণকারীদের কাছ থেকে তাকেও ছাড়িয়ে আনে।


স্থানীয়রা জানান, দুই মাস আগেও একই এলাকা থেকে মাছ ধরার সময় ৮ জন গ্রামবাসীকে অপহরণ করা হয়েছিল। টেকনাফের পাহাড়ে থাকা রোহিঙ্গা অপহরণকারীরা স্থানীয় কোনো কোনো ব্যক্তির সহায়তায় এ অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তারা।


বিবার্তা/তাফহীমুল/জবা/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com