
কুষ্টিয়ায় সীমান্তরক্ষী বিজিবি’র অভিযানে ১কেজি ৮০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ৩ মার্চ, শুক্রবার সকালে মিরপুর উপজেলার নিমতলা নামক স্থানে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে। মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী আসিফ পরিবহনে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম পিএসসি’র নেতৃত্বে বিজিবি’র অভিযানিক দল মেহেরপুর-কুষ্টিয়াগামী মহাসড়কের নিমতলা এলাকায় যাত্রীবাহী আসিফ পরিবহনে অভিযান চালায়। এসময় মলিকবিহীন অবস্থায় ১কেজি ৮০গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২১লক্ষ ৬০হাজার টাকা।
বিবার্তা/শরীফুল/জবা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]