
রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আকবর হোসেন (৪০) ও হাসান (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় সোহেল (৩৫) নামে একজন আহত, সে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থাও আশঙ্কাজনক।
আহতদের তিনজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে,কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে সাতটায় আকবর হোসেনকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯ টার দিকে, মো. হাসান (৩০) মারা যান তিনি।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আনোয়ার বিবার্তাকে বলেন, আমরা খবর পেয়ে আজ সকালে যাত্রাবাড়ীর রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে যাই সেখানে গিয়ে দেখতে পাই রাস্তার সিএনজির পাশে দাঁড়িয়ে থাকা
(১) আকবর হোসেন (৪০) সিএনজি ড্রাইভার, (২) হাসান (৩০), (৩) সোহেল (৩৫)কে পিছন থেকে আসা একটি পিক আপ ভ্যান সজারো ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আকবর হোসেনকেমৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত সিএনজি চালক মো.হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোহেল চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থাও আশঙ্কাজনক।
তিনি আরও বলেন , এই ঘটনায় পিক আপ ভ্যান জব্দ চালক ও হেলপার থানা পুলিশের হেফাজতে রয়েছে।
মরেদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]