বগুড়া স্টেডিয়ামে হবে না বিসিবি‘র কোনোও ম্যাচ!
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ২২:০৭
বগুড়া স্টেডিয়ামে হবে না বিসিবি‘র কোনোও ম্যাচ!
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে লোকবলসহ মালামাল সরিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সাথে প্রত্যাহার করা হচ্ছে বগুড়ায় নিযুক্ত বিসিবির সকল কর্মকর্তা-কর্মচারীদের।


বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন শহীদ চান্দু স্টেডিয়ামের বিসিবির ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। এর আগে বুধবার দুপুরে ভেন্যুর লোকজনকে বগুড়া থেকে চলে আসার বার্তা দেয়া হয় তাকে।


বগুড়ার ভেন্যু ম্যানেজার জানান, মোবাইলে নির্দেশ দেয়া হয় শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা বিসিবির সকল মালামাল ঢাকাস্থ মিরপুর স্টেডিয়ামে পাঠিয়ে দিতে। একই সাথে বগুড়ায় কর্মরত বিসিবির ১৭ জনকে বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়। এর মধ্যে ভেন্যু ম্যানেজার ছাড়াও আছেন সুপারভাইজার, অফিস সহকারী, নৈশ প্রহরী।


বৃহস্পতিবার বিকেলে স্টেডিয়ামের মালামাল সরিয়ে নিতে দেখাগেছে।


বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আর কোন খেলা হবে কিনা, নাকি অরক্ষিত অবস্থাতেই থেকে যাবে সেটি বাংলাদেশ এবং ইংল্যান্ড ওডিআই ম্যাচ শেষ হলে পরিষ্কার হওয়া যাবে বলে ধারনা করছেন ক্রিকেটপ্রেমীরা।


বিবার্তা/রাহেনুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com