শিরোনাম
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নিবার্চন সম্পন্ন
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ২০:০৮
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নিবার্চন সম্পন্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উৎসব মূখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নিবার্চন (২০২৩) অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক জয়বার্তার সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী।


২ মার্চ, বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালেট পেপারের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হয়। ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সম্পদ সিংহ। নির্বাচনে ১৭টি পদে মোট ৪০জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার ভোট প্রদান করেন।


ভোটে অনান্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, কার্যকরি সভাপতি দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, সহসভাপতি পদে আরটিভি ও আমাদের সময় এর মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি ইমন কল্যাণ দেব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডেইলি ইন্ডাস্ট্রির শ্রীমঙ্গল প্রতিনিধি রজত শুভ্র চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে।


বিজয়ীদের মধ্যে আরও ছিলেন, কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্য, সাংগঠনিক সম্পাদক পদে অর্থকাল ও বিবার্তার শ্রীমঙ্গল প্রতিনিধি কাউছার আহমেদ রিয়ন, দপ্তর সম্পাদক পদে ঢাকা নিউজ এর শ্রীমঙ্গল প্রতিনিধি জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডেইলি অবজারভার এর শ্রীমঙ্গল প্রতিনিধি রুপম আচার্য্য, প্রচার সম্পাদক পদে ডেইলি নিউ নেশন এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহীম, সদস্য পদে দেলোয়ার হোসেন রাহিদ, রাসেল আহমদ, হুমায়ুন কবির রিপন ও বর্ণ চক্রবর্তী।


এদিকে দিনব্যাপী এই নিবার্চনের উৎসবমূখর ও প্রানবন্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। এছাড়া, ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নিবার্চন কর্মকর্তা তপন জ্যোতি অসীম, জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমূখ। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।


বিবার্তা/কাউছার/এমএ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com