রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ পালিত
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ২২:১৬
রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ পালিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

"কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” স্লোগানে দিয়ে নড়াইলে আজ বুধবার (১ মার্চ) পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩।


বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।


জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে সকল শহীদ পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণসহ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা, পুলিশ সদস্যদের পরিবারবর্গকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।


এ ছাড়া মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, স্বাধীনতার প্রথম প্রহর থেকে দেশের প্রতি, দেশের জনগণের প্রতি পুলিশের আত্মত্যাগ রয়েছে। করোনাকালে অনেক পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।


আজ তাদের স্বজনরা নির্বাক হয়ে জীবন যুদ্ধ করেছেন। আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের পাশে সব সময় জেলা পুলিশ থাকবেন বলে জানান পুলিশ সুপার।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. সাইদুর রহমানসহ জেলার পুলিশের সদস্যবৃন্দ ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com