কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় বন্দি হাজতির মৃত্যু
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:৪২
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় বন্দি হাজতির মৃত্যু
গাজীপুর প্র‌তি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ মাদক মামলায় বন্দি থাকা কাউসার (২৪) না‌মের এক হাজতির মৃত্যু হয়েছে। 


মঙ্গলবার দুপুর পৌ‌নে ২টার দি‌কে গাজীপুর  শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছরের ২৯ জানুয়ারি তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়। 


নিহত কাউসার হো‌সেন কক্সবাজার টেকনাফ থানার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত. আলতাব হোসেনের ছেলে।


কারাগারে তার হাজতি নং-২৫৭/২৩। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং-২৬(১১)২২ রুজু ছিল। 


কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকা‌লে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় বন্দি কাউসার কারাগারের ভেতর হঠাৎক‌রে অসুস্থ হয়ে পড়েন। প্রথ‌মে তাকে কারাহাসপাতা‌লে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কাউসারকে মৃত ঘোষণা করেন।


কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার শাহজাহান মিয়া জানান, সকালে অসুস্থ হয়ে পড়েন কাউসার। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে নিহ‌তের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে ব‌লেও জানান তি‌নি।


বিবার্তা/তু‌হিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com