দৌলতপুরে ১২৯ মণ ভেজাল গুড় ধ্বংস ও ১ লক্ষ টাকা জরিমানা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৭
দৌলতপুরে ১২৯ মণ ভেজাল গুড় ধ্বংস ও ১ লক্ষ টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে আনিসুর রহমান নামে ভেজাল গুড় তৈরির কারিগরের একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।একই সাথে কারখানায় জব্দকরা ১২৯ মন ভেজাল গুড় ও গুড় তৈরির বিষাক্ত ক্যামিকেল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার ( ১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের গোরস্থানপাড়া এলাকায় দুলালের বাড়িতে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।


অভিযানের খবর পেয়ে ভেজাল গুড় তৈরি কারখানার মালিক দুলাল পালিয়ে গেলে কারখানায় উপস্থিত ভেজাল গুড় তৈরির কারিগর আসিনুর রহমানকে আটক করে তাকে একলক্ষ টাকা জরিমানা করা হয় এবং ধ্বংস করা হয় বিপুল পরিমাণ ভেজাল গুড় ও গুড় তৈরির বিষাক্ত ক্যামিকেল।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘ ৩/৪ বছর ধরে গোখাদ্য হিসেবে ব্যবহৃত চিটাগুড়ের সাথে চিনি মিশিয়ে ও বিষাক্ত রং ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখালী গ্রামের গোরস্থানপাড়া এলাকায় দুলালের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ভেজাল গুড়সহ কারখানার কারিগর আনিসুর রহমানকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় তাকে একলক্ষ টাকা অর্থদন্ড বা জরিমানা করেন ভ্রাম্যমাণআদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার।


একই সঙ্গে জব্দকরা ১২৯ মনেরও অধিক পরিমাণ ভেজাল গুড় ও বিষাক্ত রং ধ্বংস করা হয়। অভিযানে দৌলতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয়।


বিবার্তা/শরীফুল/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com