বান্দরবান পার্বত্যমন্ত্রী উদ্বোধন করলেন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২২
বান্দরবান পার্বত্যমন্ত্রী উদ্বোধন করলেন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।


নীলাচল ও মেঘলা দুই গ্রুপে জেলার সাত উপজেলার ৮টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। 


শুক্রবার বিকালে বান্দরবান স্টেডিয়ামে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের যুব-তরুণরা আগামীর স্মাট বাংলাদেশ গড়ার অংশীদার। সৃষ্টিশীল কাজের মাধ্যমে নিজ পরিবারের পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করতে হবে। খেলার মাধ্যমে নানান রকম অপরাধ থেকে দূরে রাখা যায় তরুণদের। অতীতের ন্যায় খেলার উন্নয়নে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষনা দেন তিনি।  


উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বান্দরবান সদর কিংস অব বনরূপা বনাম লামা উপজেলা একাদশ। 


শুরু থেকে লামা একাদশ মাঠ নিয়ন্ত্রণ নিয়ে খেলে ১-০ গোলে জয় লাভ করে। প্রথমার্ধে কিংস অব বনরূপা পেনাল্টির সুযোগ পেলেও গোল করতে ব্যার্থ হয়। লামার পক্ষে একমাত্র গোলটি করেন ৯নং জার্সি পরিহিত সিংগ্য মারমা। 


দীর্ঘদিন পর বান্দরবান স্টেডিয়ামে লীগ পদ্ধতিতে শুরু হওয়া ফুটবল খেলাকে কেন্দ্র করে উৎসুক খেলাপ্রেমী মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। 


উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, টুর্ণামেন্টের আহ্বায়ক সুরাইয়া আক্তার সুইটি। 


বিবার্তা/নয়ন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com