
টাঙ্গাইলে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) দিনব্যাপী ইউনিয়নের রোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীর্ষ প্রতিযোগী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন।
অনুষ্ঠানে কালিহাতী সহকারী উপজেলা শিক্ষা অফিসার মীর সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকড়া ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আউয়াল খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সহ - সভাপতি আব্দুস সামাদ, হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, দক্ষিণ হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম , কালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়ারত আলী প্রমুখ।
দিনের প্রথমভাগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]