
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোবিন্দপুর গ্রামে এক গৃহবধুকে গলা কেটে জবাই হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত শেফালী বেগম ওরফে আন্না (৪৫) পৌরসভার গোবিন্দপুর পূর্বপাড়া গ্রামের আলিম শেখের স্ত্রী।
পুলিশ সোমবার (৬ ফ্রেরুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেফালী বেগম প্রতিদিনের ন্যায় মাদরাসা পড়ুয়া মেয়ে নাহিদা খানমকে রাতের খাবার দেওয়ার জন্য জা পারুল বেগমকে সঙ্গে নিয়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে খাদিজাতুল কোবরা কওমী মাদরাসা যান। পরে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে না ওঠলে স্বজনদের সন্দেহ হয় এবং এক পর্যায়ে তারা ঘরের পেছনের দরজার ছিটকানি বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন শেফালীর রক্তাক্ত দেহ ঘাটের ওপর পড়ে রয়েছে।
নিহত শেফালী বেগমের স্বামী আলিম হাসান শেখ বর্তমান জাহাজে কর্মরর্ত অবস্থায় ভারতে রয়েছেন।
এদিকে নিহত শেফালী বেগমের দেবর আবেদ শেখ (৩৫) অভিযোগ করে বলেন, ‘টাকা ও সোনার জন্য আমার ভাবীকে খুন করা হয়েছে, আমরা এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই ’।
এ ব্যাপরে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা বঠি ও সোনার গহনার ৫টি খালি বক্স জব্দ করেছে।
বিবার্তা/শরীফুল/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]