
রাজধানীর হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছেন শাহবাগ থানা পুলিশ।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মেহেদী হাসান অপূর্ব বিবার্তাকে বলেন, আমরা খবর পেয়ে হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে চাদর দিয়ে ঢাকা এক বৃদ্ধকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, এই বৃদ্ধ যেখানে ঘুমাতো সেখানের আশেপাশের লোকজনদের সাথে কথা বলে জানা যায়। এই বৃদ্ধ এখানে থাকতেন এখানে ঘুমাতেন এবং ভিক্ষাবৃত্তি করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত শীতজনিত কারণে তার মৃত্যু হতে পারে। (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে।
বিবার্তা/বুলবুল/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]