
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ২ কেজি গাঁজা সহ কামাল হোসেন (৬৫) নামে এক মাদক পাচারকারী আটক হয়েছে।
আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টা ২০ মিনিটে উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের পশ্চিম ধর্মদহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কচির মোড় নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। সে রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়–ইকুড়ি গ্রামের মৃত দৈয়ম মন্ডলের ছেলে।
বিজিবি সূত্র জানায়, দৌলতপুর সীমান্তের ১৪৭ সীমান্ত পিলার হতে ২০০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ পশ্চিম ধর্মদহ বিওপি’র হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্তের কচির মোড় নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় ২ কেজি গাঁজা ও মোবাইল ফোন সহ মাদক পাচারকারী কামাল হোসেনকে আটক করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৯ হাজার ৩০০টাকা নির্ধারণ করে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়, যার মামলা নং-১৯।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]