
বগুড়ায় ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কায় ভাইবোন নিহতের হওয়ার ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- বরিশালের হিজলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার(২৬) এবং কুহেলীর ছোট ভাই সিয়াম হোসেন(২০)। গুরুতর আহত ব্যক্তির নাম হুমায়ুন কবির।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চকপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আলী জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাইভেটকারের যাত্রী তিনজন বগুড়া থেকে রংপুর দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার এক ট্রাককে ধাক্কা দেয়। এরপর তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে কুহেলী ও সিয়ামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক( এএসআই) রকিবুল হাসান বলেন, 'নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।'
বিবার্তা/রাহেনুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]