
বান্দরবানের আলীকদম দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে আবারো বিপুল পরিমাণ বড় আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ৫৭ বিজিবি সদস্যরা।
শনিবার দুপুরে আলীকদম ৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শহীদুল ইসলাম পিএসসি সিগন্যালস্ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১নং নয়াপাড়া ইউনিয়নের ধুমচি খাল নামক এলাকা থেকে ১৮টি গরু আটক করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত গরুর আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ৪০হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, আটকৃত গরুগুলো কাস্টমসের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আলীকদম সীমান্তে দীর্ঘদিন চলে আসা বার্মিজ গরু পাচার এখনো অব্যাহত রয়েছে। মিয়ানমারের ওপার থেকে আনা চোরাই গরু পাহাড়ি পথ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে প্রচার করা হচ্ছে। বিশেষ করে আলীকদম- বাইশারী, আলীকদম-লামা পাহাড়ী পথ ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রচার হয়ে থাকে।
তবে সম্প্রতি আলীকদম ৫৭ বিজিবি এসব বার্মিজ চোরাই গরু আটকে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে।
বিবার্তা/নয়ন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]