
মোংলা ইপিজেডে ভিআইপি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর সাড়ে ৩টার এমন আগুনের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোন হতাহতে খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডের সময় আতংকিত হয়ে পড়েন শ্রমিকরা।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় বিকেলে হঠাৎই আগুন লাগে। এই কারখানায় কোম্পানিটির ফ্রেব্রিক্স ছিল। তবে অগ্নিকান্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকরা বেড়িয়ে পড়ে। তবে কীভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মোঃ আরবেশ আলী বলেন, দুপুর সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে সর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানান তিনি।
বিবার্তা/জাহিদ/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]