
কুড়িগ্রামের চিলমারীতে স্বামীর নির্যাতনের শিকার এক গৃহবধূকে জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার করলো থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে গৃহবধু স্বপ্না রানীকে তার স্বামী হাফিজুর রহমান ঘরের ভেতর আটকে রেখে শারীরিক নির্যাতন করে। এসময় ওই গৃহবধূর পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে গেলও তাদের প্রবেশ করতে দেয়নি। পরে ওই গৃহবধূ কোন উপায় না পেয়ে ৯৯৯- এ ফোন করেন। গৃহবধূ স্বপ্না রানী তেলিপাড়া এলাকার রফিয়েল হকের মেয়ে।
এস আই আজিজুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মৌখিক অভিযোগের সত্যতা পাওয়া যায়। তখন আটক করে রাখা গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে ওই গৃহবধূর স্বামী তার শ্বশুরবাড়ির লোকজনকেও বাড়ির ভেতর যেতে দেয়নি।
এ বিষয়ে চিলমারী মডেল থানার ওসি আতিকুর রহমান জানান, ৯৯৯ এ ফোন পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করে থানায় এনে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। সেই সাথে তাদেরকে বলা হয়েছে যদি তারা অভিযোগ করতে চান তাহলে থানায় লিখিতভাবে জানাতে। তাহলে আমরা সেই মোতাবেক আইনগত ব্যবস্থা নেবো।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]