উখিয়ায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:৪২
উখিয়ায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ২৪টি বিদেশি মদের ক্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।


রবিবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো: আবু সালাম চৌধুরী।


শনিবার (২৮ জানুয়ারি) রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পালং জেনারেল হাসপাতাল পাশে কক্সবাজার টু টেকনাফ মহাসড়কের নিকট থেকে ২৪টি বিদেশি বিয়ার ক্যান উদ্ধার করে।


গ্রেফতারকৃতরা হলেন, কুতুপালং রাজাপালং ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের কাদের হোসেনের ছেলে মো: ইমরান (২২) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর বাসিন্দা মৃত মনির আহম্মদ এর ছেলে নাজিমুল হাসান (৩০)।


গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ পরস্পর যোগসাজশে উক্ত বিদেশি মদের ক্যান অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্য তাদের হেফাজতে রেখেছিল।


র‍্যাব কর্মকর্তা মো: আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মদগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/তাফহীমুল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com