
ঢাকার কেরানীগঞ্জে স্বামীর সাথে অভিমান করে নিজের গায়ে কেরোসিন ঢেলে স্ত্রী ফাহমিদা আক্তার (১৬) নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গেলে স্বামী পারভেজ খানও (২২) দগ্ধ হন।
২৯ জানুয়ারি, রবিবার কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচার বাসায় বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। বর্তমানে তারা দুজনই শেখ হাসিনা ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
স্বামী পারভেজ খান বিবার্তাকে বলেন, সে সম্রাট (৭) নামক লঞ্চের লস্কর পদে কর্মরত আছেন। তার স্ত্রী ফাহমিদা আক্তার একজন পোশাক শ্রমিক। রবিবার বিকেলে বাজার থেকে মাছ মুরগি এনে ফ্রিজে রাখতে বললে স্ত্রী অপারগতা প্রকাশ করে। এতে স্ত্রীর সাথে আমার সামান্য তর্ক হয়। আর এজন্য অভিমান করে আমার স্ত্রী রান্নাঘর থেকে কেরোসিন নিয়ে নিজের গায়ে ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। তাকে উদ্ধার করতে গিয়ে আমি নিজেও দগ্ধ হয়েছি।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, ফাহমিদা আক্তার এর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বিবার্তা/বুলবুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]